চট্টগ্রাম, রোববার, ১৯ মে ২০২৪ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৩ ১১:৫২ : পূর্বাহ্ণ

 

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গা প্রান্ত থেকে টানেল হয়ে আনোয়ারা যাবেন। তারপর আনোয়ারা প্রান্তে পৌঁছে জনসমাবেশে অংশ নেবেন।

আনোয়ারায় কোরিয়ার ইপিজেড মাঠে আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে, ভোর থেকেই জনসমাবেশস্থলে আসতে শুরু করেছে সর্বস্তরের মানুষ। উদ্বোধনের পর আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে সর্বসাধারণের যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হবে।

জনসভার জন্য নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই জনসভার আলাদা গুরুত্ব রয়েছে। চট্টগ্রাম মহানগরী আর দক্ষিণ চট্টগ্রাম জুড়ে এখন ব্যানার, ফেস্টুন আর তোরণ। দলের নেতারা মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা আগামী নির্বাচনে চট্টগ্রামবাসীর ভোটে প্রমাণিত হবে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে জানালেন তারা।  ডিজিটাল পর্দার মাধ্যমে তা দেখানো হবে বিভিন্ন স্থানে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন দলের নেতাকর্মীরা।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF