চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের জানাজা আজ

প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৩ ১১:২৮ : পূর্বাহ্ণ

 

সাবেক যোগাযোগমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের প্রতি আজ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ।

আজ বৃহস্পতিবার(২৬ শে অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মরদেহে শ্রদ্ধা জানানো হবে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।

 

 

এর আগে, বাদ জোহর গুলশান আজাদ মসজিদে আওয়ামী লীগের এই প্রয়াত নেতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে।

মঙ্গলবার (২৪ অক্টোবর)  দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF