চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব চিটাগং এর খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লায়ন গোপাল কৃষ্ণ লালা

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৩ ১০:০৩ : পূর্বাহ্ণ

অক্টোবর সেবা মাসে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং এর আয়োজনে হতদরিদ্র পরিবারের সদস্যদের নতুন কাপড় উপহার দেওয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২৩ সোমবার চট্টগ্রামের পটিয়াস্থ গৈড়লায় এ কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন গোপাল কৃষ্ণ লালা। তিনি বলেন, সামর্থ্যবান লায়ন সদস্যরা উৎসব-পার্বণে সুন্দর সুন্দর পোশাক পরে নিজ পরিবার-পরিজন নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠবেন, ভালোমন্দ খাবার খাবেন, অথচ তার আশেপাশের পাড়া প্রতিবেশী হতদরিদ্র পরিবারের সদস্যরা বঞ্চিত হবেন, তা হতে পারে না। লায়নিজমের শিক্ষা-ই হলো সবাই মিলে কম ভাগ্যবানের পাশে দাঁড়ানো, যেকোন দুর্যোগ বা প্রয়োজনে গণমানুষের জন্য হাত বাড়িয়ে দেয়া। অক্টোবর সেবা মাসব্যাপী সেবা কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি আগামীতে লায়ন্স ক্লাব অব চিটাগং এর পক্ষ হতে এলাকার গরীব মানুষের চোখের চিকিৎসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রসারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

 

লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট বাবুল কান্তি লালার সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্ব গৈড়লা বীণাপানি সংঘের সেক্রেটারী ঝুলন দাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী জজ অভিজিৎ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর ট্রেজারার বাসুদেব সিনহা, আশ্রম কমিটির সেক্রেটারি প্রদীপ ভট্টাচার্য্য, সমর কান্তি দত্ত, দুলাল কান্তি লালা, ডিরেক্টর মহাদেব ঘোষ, অনুপম মজুমদার, দীপ্তি রানী লালা, পম্পী লালা, শেখ মোহাম্মদ কুতুব উদ্দিন, সুশীল ঘোষ, দীলিপ চৌধুরী, পুলক চৌধুরী প্রমুখ।

 

পটিয়ার ধলঘাট ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষকে খাবার খাওয়ানো, ৩ শতাধিক পরিবারকে শাড়ি লুঙ্গি সহ নতুন কাপড় উপহার প্রদান, ফলদ বৃক্ষ রোপন এবং মাছের পোনা অবমুক্ত করা সহ এ সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমদাদুল ইসলাম সৌরভ, প্রাক্তন লিও ক্লাব সভাপতি লিও রাহুল লালা, লিও ক্লাব অব চিটাগং এর সেক্রেটারি লিও মাহমুদুন নবী রানা, ট্রেজারার লিও রামিসা, লিও সীমান্ত বড়ুয়া, লিও রাজেশ লালা, মিরাজ মেল হোসেন মিহান প্রমুখ।

Print Friendly and PDF