চট্টগ্রাম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভৈরবে উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৩ ১১:০২ : পূর্বাহ্ণ

 

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রায় ১০ ঘণ্টা পর ডাউন লাইন দিয়ে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৩শে অক্টোবর) রাত ১টার দিকে ডাউন লাইন থেকে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেন সরানো হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক মো সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেন সড়িয়ে ডাউন লাইনে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। খুব শিগগিরই আপ লাইন থেকে দুর্ঘটনাকবলিত এগারোসিন্ধু ট্রেনের দুটি বগি সড়িয়ে লাইনের কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু হয়।

 

 

এর আগে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এর পাশের জগন্নাথপুর এলাকার মালবাহী ট্রেনের ধাক্কায় ভৈরব থাকে ছেড়ে যাওয়া এগারোসিন্ধু ট্রেনের পিছনের দুটি বগি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঢাকার সাথে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮জন নিহত হয়েছে।

 

Print Friendly and PDF