চট্টগ্রাম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হোঁচট খেল আর্জেন্টিনা

প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৩ ১১:৫৯ : পূর্বাহ্ণ

 

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ী পুরুষ দলের মতো মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছে নারী ফুটবল দলও। সোমবার (২৩ অক্টোবর) চিলির শুশালিত স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যান আমেরিকান গেমসের প্রথম ম্যাচে কোস্টারিকা নারী ফুটবল দলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এটি টুর্নামেন্টে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ চালালে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই।

শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে আর্জেন্টিনা আর কোস্টারিকা রয়েছে ৪৩তম স্থানে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গেও জয় ছিনিয়ে নিতে পারেনি মেসির দেশের মেয়েরা। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

‘বি-গ্রুপে’ আর্জেন্টিনার ওপর দুই প্রতিপক্ষ বলিভিয়া ও আমেরিকার নারীরা।

 

Print Friendly and PDF