প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৩ ৫:৪৬ : অপরাহ্ণ
একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে আগামীকাল বিকেল চারটায়। আগামী জাতীয় নির্বাচনের আগে এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে যাচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও চলতি বছরের এবং শেষ অধিবেশন হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০শে জানুয়ারি চলতি সংসদের প্রথম অধিবেশন বসেছিল।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়ে ১৫ই সেপ্টেম্বর শেষ হয়। সংসদে ৩৫টি বিল তোলা হয়। পাস হয় ১৮টি বিল।
উল্লেখ্য, অধিবেশন শেষ হওয়ার পর আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আর আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র – বৈশাখী অনলাইন