প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৩ ১০:৩৪ : পূর্বাহ্ণ
উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের পাশাপাশি আওয়ামী লীগ সরকার একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইউরোপের অন্ধ অনুকরণে রাষ্ট্র গঠন করতে চায় না। আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের রাজপথেও মানবেতর জীবনযাপন করছে মানুষ। তাই উন্নত হওয়ার সাথে সাথে একটি রাষ্ট্রের মানবিক ও সামাজিক কল্যাণকামী হওয়া অনেক বেশি জরুরি। আর এমন রাষ্ট্র গঠনে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করতে পারেও বলে জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছিল তখনই সরব হয়ে উঠেছিল প্রেসক্লাব। এসময় প্রেসক্লাব শতবর্ষ পরও টিকে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র –যমুনা নিউজ