চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আকরিক লোহার ব্যাপক দরপতন

প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৩ ৫:৪০ : অপরাহ্ণ

 

আকরিক লোহার সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। বিশ্বের শীর্ষ ভোক্তা চীনের সম্পত্তি খাত ধুঁকছে। সেই সঙ্গে দেশটিতে প্রত্যাশার চেয়ে ইস্পাত উৎপাদন বেশি কমেছে। ফলে কঠিন ধাতুটি তৈরির মূল উপকরণের চাহিদা কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এ প্রেক্ষাপটে শুক্রবার (২০ অক্টোবর) লৌহ আকরিকের ব্যাপক দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবস শেষে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী জানুয়ারির আকরিক লোহার সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ৩ দশমিক ২ শতাংশ বা ২৭ দশমিক ৫ ইউয়ান। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৮৩৯ ইউয়ান বা ১১৪ ডলার ৬৪ সেন্টে।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী নভেম্বরের আকরিক লোহার চুক্তি দাম কমেছে ৩ দশমিক ৮ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১১২ ডলার ৫০ সেন্টে। সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির মূল্য পতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে টানা ৫ মাস বেঞ্চমার্কটির দরপতন ঘটলো।

 

 

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড) বিশ্লেষকরা বলেন, গত সেপ্টেম্বরে চীনের বৃহৎ শহরগুলোতে নতুন বাড়ির দাম দ্রুতগতিতে কমেছে। তাতে আকরিক লোহার চাহিদা কমার আভাস পাওয়া গেছে।

আগস্টের চেয়ে সেপ্টেম্বরে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৫ শতাংশ নিম্নগামী হয়েছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে ইস্পাত বেঞ্চমার্কও দর হারিয়েছে। সবচেয়ে সক্রিয় রিবারের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF