চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও শক্তিশালী হতে পারে লঘুচাপ, বৃষ্টি কবে থেকে জানাল আবহাওয়া অফিস

প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৩ ৪:১৪ : অপরাহ্ণ

 

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘনীভূত) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিনি জানান, আগামী দুদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানান বজলুর রশিদ।

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF