চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৩ ৪:৩১ : অপরাহ্ণ

 

শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি- রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ভারতীয় ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন। তবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতিত বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

বাংলাদেশের হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আজ (২০ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। তাই নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপনে আজ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ৬দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশন একপত্রের মাধ্যমে বিষয়টি আমাদেরকে জানিয়েছে। সে মোতাবেক আজ থেকে টানা ৬দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পূজার ছুটি শেষে আগামী ২৬ অক্টোবর পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীরা ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করলেও পূজা উপলক্ষ্যে সরকারি যে ছুটি রয়েছে সেই ছুটি ব্যতিত বন্দরের ভেতরে আমদানি-রপ্তানিকৃত পণ্যের লোড-আনলোড পণ্য ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের কার্যক্রমের কোনো ছুটি নেই। অন্যান্য দিনেই মতই আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুদেশের মাঝে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF