চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে মা ইলিশ শিকার, ২১ জেলের কা*রাদণ্ড

প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৩ ৪:০৯ : অপরাহ্ণ

 

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রায় ৬০ কেজি মা ইলিশ ও দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। গত বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে পদ্মা নদীতে পৃথক অভিযানে জেলেদের আটক করে নৌ-পুলিশ।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন আটক ৯ জেলেকে ১৪ দিন এবং এসিল্যান্ড মো. ইলিয়াস শিকদার ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড দেন।

এছাড়া জব্দ করা মাছ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

Print Friendly and PDF