চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোর্ট প্রাঙ্গনে মিছিল-সমাবেশ নিষিদ্ধের রায় কঠোরভাবে মেনে চলতে হবে: প্রধান বিচারপতি

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৩ ১২:০১ : অপরাহ্ণ

আপিল বিভাগের দুই বিচারপতি নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে কোর্ট প্রাঙ্গনে মিছিল-সমাবেশ নিষিদ্ধের রায় আবারও কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচারপতি এম এ মতিনের হাইকোর্টের রায় সবপক্ষকে অবশ্যই মেনে চলতে হবে। একইসাথে বিএনপিপন্থী ৭ আইনজীবীর বিরুদ্ধে রুল জারি হবে কিনা, সেই আদেশ দেয়া হবে ১৫ নভেম্বর।

শপথবদ্ধ রাজনীতিবিদ ইস্যুতে আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের সূত্রে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন হয় ২৯ আগস্ট। বিচারপতি এম এ মতিনের রায়ের সারাংশ অনুসারে আদালত প্রাঙ্গণে কোনো ঘেরাও, প্রিকেটিং, সমাবেশ অথবা এমন কোনো কাজ, যা বিচারকাজে বাধা প্রদান করে, তা করতে পারবে না। আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল-মিটিং, প্রিকেটিং করতে পারবে না। এই রায় আবারও কঠোরভাবে পালনের নির্দেশ এলো আজ।

Print Friendly and PDF