চট্টগ্রাম, মঙ্গলবার, ৭ মে ২০২৪ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির যেকোনো সিদ্ধান্তে সাথে থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৩ ১১:০৯ : পূর্বাহ্ণ

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ সাথে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ওআইসিভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতদের সাথে গণভবনে জরুরি বৈঠকে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এ দিন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতের সম্মিলিত দলটির নেতৃত্ব দেন ফিলিস্তিনের রাষ্ট্র্রদূত।

পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ঘণ্টাব্যাপী এই বৈঠকে ওআইসিভুক্ত দেশের রাষ্টৃদূতদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আন্তজার্তিক সবগুলো ফোরামে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান আছে। যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনে ত্রাণ ও ওষুধ সহায়তা পাঠানো, সারাদেশে সকল মসজিদ ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের জন্য দোয়া এবং একদিনের শোক প্রস্তাবের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly and PDF