চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ , ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৩ ৩:৪৭ : অপরাহ্ণ

পূজায় এবার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তারপরও সব ধরনের শঙ্কা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছডাতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে। এবার ঢাকা মহানগরে ২৪৮টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

Print Friendly and PDF