চট্টগ্রাম, সোমবার, ১৩ মে ২০২৪ , ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসাধারণের অংশগ্রহণই নির্বাচনের বড় বিষয়: সিইসি

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৩ ১১:১২ : পূর্বাহ্ণ

মানুষ ভোট দিতে আসলে নির্বাচনে কে অংশ নিলো কে নিলো না তা বড় কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটে ডিসি এসপিসহ অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নির্বাচন আয়োজন কঠিন বিষয় জানিয়ে সিইসি বলেন, নির্ব্চন জনগনের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটা তখনই হবে, যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন, ভোটে কে আসলো কে আসলো না সেটার চেয়ে জনগণের অংশগ্রহণ বড় বিষয়। এ সময় দলীয় মনভাবের ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনে ডিসি এসপিরা সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিইসি আরও বলেন, মাঠে যেসব কথা চলছে সেসব রাজনৈতিক। তা রাজনীতিবিদরা সমাধান করবেন। তা ডিসি এসপিদের ভাবনার বিষয় নয়। তারা যা সমাধান করে দিবেন তা নিয়ে কাজ করতে হবে।

Print Friendly and PDF