চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চ্যালেঞ্জ যাই আসুক তা মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে’

প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৩ ১০:৩৬ : পূর্বাহ্ণ

 

চলমান ওয়ানডে বিশ্বকাপে লক্ষ্ণৌর একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল জানান, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিকতা অস্ট্রেলিয়ার রয়েছে।

 

 

২০১৭ সালে একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হলেও বিশ্বকাপ উপলক্ষ্যে এখানে নতুন করে ঘাস লাগানো হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ে ভারতীয় স্পিনারদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলো অস্ট্রেলিয়া। লক্ষ্ণৌতে কন্ডিশন যাই হোক না কেন পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় অজিরা।

 

 

ম্যাক্সওয়েল বলেন,  ‘একনা স্টেডিয়ামের পিচটি আমাদের কাছে পরিচিত নয়। পুরো মাঠের ঘাস উঠিয়ে আইপিএলের পর নতুন করে লাগানো হয়েছে। পুরো মাঠের সঙ্গে আমরাও নতুন করে শুরু করতে চাচ্ছি। নতুন ম্যাচ, নতুন দিনের শুরুটা কেমন হয় তা সময়ই বলে দিবে।’

 

 

অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আরও বলেন, ‘যখন কেউ ভারতে খেলতে আসবে তখন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কন্ডিশনের মোকাবেলা করতে হবে। কোনো জায়গায় হয়তোবা একেবারেই ফ্ল্যাট উইকেট, কোথাওবা আবার ড্রাই উইকেট, যেখানে বল বেশি টার্ন করে। আমি মনে করি অনুশীলনে আমাদের এই বিষয়গুলোর প্রতি যত্নশীল হতে হবে। চ্যালেঞ্জ যাই আসুক তা মোকাবেলার করার মত মানসিকতা থাকতে হবে।’

Print Friendly and PDF