চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ইংলিশদের মোকাবেলা করবে বাংলাদেশ

প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৩ ১২:১৩ : অপরাহ্ণ

 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

মাঠে নামার আগে অবশ্য গতকাল সোমবার ধর্মশালায় নিজেদের শেষ সময়ের অনুশীলন সেরেছে বাংলাদেশ। অনুশীলনে নিজেদের গত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা।

 

তবে এই ম্যাচের আগেও বাংলাদেশ দলে থেকেই যাচ্ছে ওপেনিং সমস্যা। দুই ওপেনারের কেউই পারফর্ম করতে পারছেন না। শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাদ দিলে ব্যাট হাতে একেবারেই নাজুক অবস্থা পার করছেন লিটন কুমার দাস। যে কারণে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ ওপেনিং পজিশন। বাকি অন্য পজিশনগুলোতে বেশ ভালো মতোই এগিয়ে আছে সাকিবরা। বাকিটা মাঠে প্রয়োগ করার পালা।

 

ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Print Friendly and PDF