চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ১০ দলের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৩ ১১:২৮ : পূর্বাহ্ণ

 

বিশ্বকাপকে ঘিরে এখন পর্যন্ত তুমুল উত্তেজনা দেখা না গেলেও এরই মধ্যে অংশগ্রহণকারী ১০ দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। যেখানে পাঁচটি দলের জয়ের বিপরিতে হেরেছ পাঁচটি দল। এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ফলাফল না এলেও পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে।

টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক ওপরেই আছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই দলেরই রানরেট ঋণাত্মক দুইয়ের ঘরে।

শিরোপার দৌঁড়ে এগিয়ে যেতে হলে পরের ম্যাচে শুধু জয় না, বড় ব্যবধানের জয় প্রত্যাশা করবে দুই দল। যদিও কাজটা সহজ নয় কারোর জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ। আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।

দুইটি ম্যাচই মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি ধর্মশালায় আগামীকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি একইদিন দুপুর আড়াইটায় হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ডে জয় পাওয়া পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান চতুর্থ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দুই পয়েন্টের পাশাপাশি বাংলাদেশকে নিট রানরেটেও শক্ত ভিত দিয়েছে। টাইগারদের বর্তমান নিট রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডের বিপক্ষে জয় তাদের অবস্থানকে আরও বেশি শক্ত করবে।

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF