প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৩ ১১:৩৩ : পূর্বাহ্ণ
বিশ্বকাপে আজ শক্তিধর নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
উদ্বোধনী ম্যাচে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে আসরে কিউইদের শুরুটা হয়েছে দুর্দান্ত। দুর্বল ডাচদের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে চায় টম লাথামের দল।
পুরোপুরি ফিট না হওয়ায় এই ম্যাচেও মাঠে নামা হচ্ছে না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। তবে ইনজুরি কাটিয়ে ফিরছেন দুই পেসার টিম সাউদি ও লকি ফার্গুসন।
বিশ্বকাপে ছয়বার সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড সর্বশেষ দুই আসরের রানার্সআপ। গতবার রুদ্ধশ্বাস সেই ফাইনালে ইংলিশদের কাছে হারের ক্ষত বুকে নিয়ে প্রথম শিরোপার লক্ষ্যে এবার ভারতে পাড়ি জমিয়েছে কিউইরা।
অন্যদিকে দীর্ঘ এক যুগে ফের ওয়ানডে শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।
সর্বশেষ ১৯৯৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর ফের শ্রেষ্ঠত্বের আসরে ফের দেখা হচ্ছে দল দুটির। ভারতে অনুষ্ঠিত ১৯৯৬ আসরে ১৭ ফেব্রুয়ারি বারোদায় চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড।