প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৩ ১০:২৩ : পূর্বাহ্ণ
সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে সংবাদপত্র মালিকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য সরকার নবম ওয়েজবোর্ড করে দিয়েছে। এটা কার্যকর করার দায়িত্ব মালিকদের। সরকার বিষয়টি দেখবে।
আজ শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
একজন সাংবাদিক প্রশ্ন করেন- সরকার নবম ওয়েজবোর্ড ঘোষণা করেছে কিন্তু সব সাংবাদিকরা তা পায় না। টেলিভিশনের সাংবাদিকদের জন্য কোন ওয়েজবোর্ড নেই। সরকার দশম ওয়েজবোর্ড এবং টেলিভিশনের জন্য ওয়েজবোর্ড ঘোষণা করবে কিনা? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আমরা তো ওয়েজবোর্ড করে দিয়েছি। তাদের সুযোগ সুবিধার বিষয়টি তো দেখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব ওয়েজবোর্ড কার্যকর করা। যারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সার্ভিস দেয়, তাদের সুযোগ সুবিধার বিষয়টিও দেখতে হবে।
তিনি বলেন, টেলিভিশন-রেডিও বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি। যার কারণে অনেকে কাজের সুযোগ পেয়েছে। অনেকে এটা সাহসও করেনি।