চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালীমুল কুরআন কমপ্লেক্সে খতমে কুরআন, খতমে বোখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৩ ৩:৪০ : অপরাহ্ণ

 

কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় তালীমুল কুরআন কমপ্লেক্স জামে মসজিদে দেশব্যাপী ভয়াবহ ডেঙ্গুসহ যাবতীয় মহামারী ও ভূমিকম্প হতে পরিত্রাণ, দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থার নিরসন এবং দেশ ও জাতির সার্বিক সফলতা কামনায় খতমে কুরআন, খতমে বোখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব ও দোয়া মোনাজাত করেন তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব সাহেব

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাঈনুল হোসেন খাঁন নিখিল ,

 

বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম, মাওলানা ক্বারী মনজুর বিন মোস্তফা ঢাকা,যুবলীগের নির্বাহী সদস্য মুখতার হোসেন চৌধুরী কামাল,ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি জলিলুর রহমান,সহ সভাপতি সাব্বির আলম লিটু, সাংগঠনিক সম্পাদক খাইরুল উদ্দিন আহমেদ , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ,ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমস চেয়ারম্যান জনাব মোঃ আজিজ,

 

 

প্রধান অতিথির বক্তব্যে নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ আপস করেনি। যুবলীগ আপস করতে জানেনা, তিনি যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশিত পথে মানুষের কল্যাণে মানুষের অধিকার আদায়ে কাজ করতে বলেছেন, আগামীতে সেই সাহসিকতা আর বীরত্বের সঙ্গে রাজপথে থাকতে বলেছেন এবং জামায়াত-শিবিরের সব ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা কে চলমান রাখার আহ্বান জানান,আলেম সমাজের প্রতি নিখিল অনুরোধ জানান , জামাত-শিবির উগ্রবাদীদের অপপ্রচার থেকে মসজিদ মাদ্রাসাকে মুক্ত রেখে সঠিক ইসলামের কথা প্রচার করুন এবং বাংলাদেশ আওয়ামীলীগ এই দেশে ইসলামের জন্য যা করেছে তা অন্য কোন সরকার করেনি তা মানুষের কাছে পৌঁছে দিন ,

 

 

আগামীতেও ইনশাআল্লাহ আমাদের সরকার আপনাদের (আলেম-ওলামাদের)পাশে  ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা ব্যক্ত করেন, নিখিল আরও বলেন চট্টগ্রাম তালীমুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব হুজুর আমাদের ভালোবাসেন আমরাও হুজুর কে ভালোবাসি এই ভালোবাসা সুসময়ে যেমম আছে তেমনি দুঃসময়েও যেন থাকে সবাই দোয়া করবেন, আমি ব্যাক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে পাশে থাকবো আপনারাও পাশে থাকবেন ,শেষে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য এবং দেশের জন্য দোয়া চেয়ে সবাইকে ভাল এবং সুস্থ থাকতে বলেন।

 

 

উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক, দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি জনাব রাশেদুল আলম, সাধারণ সম্পাদক , মুহাম্মদ শাহজাহান , দক্ষিণ জেলা যুবলীগের যুবলীগের সভাপতি কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ দিদারুল আলম, মহানগর সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, জনাব কামাল উদ্দিন চৌধুরী,যুবলীগ নেতা আবু ছৈয়দ, ওসমান চৌধুরী, শরিফুল ইসলাম, মোহাম্মদ বাবুল, জনাব হায়দার হোসেন বাদল, মুফতী হুমায়ূন কবির খালভী,মহানগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম প্রমুখ।
পরিশেষে সভাপতির দোয়ার মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত করা হয়।

 

Print Friendly and PDF