চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম সেগুন বাগান তালীমুল কুরআন মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য বেডসিট প্রদান করলো এন.ই.এইচ.আর.এফ।

প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৩ ৮:০৪ : অপরাহ্ণ

 

আরাফাত মজুমদার, চট্টগ্রাম : চট্টগ্রাম সেগুন বাগান তালীমুল কুরআন মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য বেডসিট প্রদান করেছে এন.ই.এইচ.আর.এফ চ্যানেল কর্ণফুলী ও সিটিজি এর চেয়ারম্যান মো: আব্দুল আজিজ। বৃহস্পতিবার সন্ধ্্যায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা মো: তৈয়ব এর হাতে এসব বেডসিট প্রদান করা হয়।

 

 

এসময় ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: আব্দুল আজিজ বলেন, মাদ্রাসার এতিম ছাত্রদের সহযোগিতা করতে পারলে অনেক আনন্দিত হই। ন্যাশনাল এনভঅয়রণমেন্ট এর পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই দেশ এবং জাতির কল্যানে সবাই এগিয়ে আসুক। এসময় সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।

 

Print Friendly and PDF