প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৩ ১১:২২ : পূর্বাহ্ণ
শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড গড়ার দায়িত্ব থাকে শিক্ষকের হাতে। তারা আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি মেধা বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষা তথা সার্বিকভাবে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। তাই শিক্ষকদের মানুষ গড়ার কারিগরও বলা হয়। আজকের দিনটি সেই শিক্ষকদের জন্য।
আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় দিবসটি। এবছরই সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বিশ্ব শিক্ষক দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও কেন্দ্রীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে রাজধানীর ওসমানী মিলনায়তনে।
সূত্র –যমুনা নিউজ