চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে আছি, ১০ অক্টোবর খেলা হবে: নিক্সন চৌধুরী

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৩ ১০:৫৯ : পূর্বাহ্ণ

 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘চাচা (কাজী জাফর উল্লাহ) খেলা হবে, আসেন। চার বছরে মাঠে নেই, মাঠে আমি আছি খেলা হবে। আমি এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করেছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করেছি। বিদ্যুৎ, রাস্তাঘাট যে উন্নয়ন করেছি তাতেই খেলা হবে। করোনাকালে চাচা কোথায় ছিলেন? চাচা ১০ তারিখে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশাল সমাবেশে খেলা হবে।’

 

 

বুধবার (৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের চর ভদ্রাসনে অবস্থিত চর হাজীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা ভাঙ্গায় আমার নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে আমার জনপ্রিয়তা দেখাবো। আমি যে মার্কাই পাই আপনারা আছেন তো?’

 

 

জেলার চর ভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী আনুষ্ঠানিকভাবে এমপি নিক্সনের দলে যোগদান করেন। এ উপলক্ষে স্থানীয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর ভাঙ্গা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ হওয়ার কথা রয়েছে।

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF