চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৩ ৯:৫১ : পূর্বাহ্ণ

 

লাতিফুর রহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের জগথা মহল্লা থেকে এক সেট তাস ও নগদ ৫৫০ টাকা সহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, শহরের জগথা মহল্লায় টাকার বিনিময়ে কিছু লোক জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একই এলাকার দুলাল, হৃদয়, তাজকুল, বিপ্লব ও রফিকুল এবং রঘুনাথপুর মহল্লার আবুল কাশেমকে প্রেপ্তার করা হয়। পরে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

 

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া ৬ জনকে বুধবার আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Print Friendly and PDF