চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের সহযোগিতা আহ্বান করেছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৩ ২:২১ : অপরাহ্ণ

সীতাকুণ্ড ও চট্টগ্রামে কর্মরত দেশী-বিদেশী পত্রপত্রিকা, রেডিও-টেলিভিশন সহ অনলাইন ও অফলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে পরামর্শ গ্রহণের অংশ হিসেবে সোমবার, ২ অক্টোবর নগরীর একটি রেস্টুরেন্টে দ্বিতীয় মতবিনিময় সভার আয়োজন করেন চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ও লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বড়ভাই ইমতিয়াজ ইকরাম, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো চীফ সাংবাদিক নেতা সবুর শুভ, দৈনিক মানবকন্ঠের ব্যুরো চীফ হাসান মুকুল, জিটিভি’র স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এম এ কাউসার, সকালের সময়-এর ব্যুরো চীফ এস এম পিন্টু, দৈনিক মানবকন্ঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, দৈনিক আমাদের নতুন সময়ের সিনিয়র রিপোর্টার এম আর আমিন, দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টুডে’র স্টাফ রিপোর্টার মাজাহার রানা, দৈনিক সাঙ্গু’র স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলাম, বাংলাধারা’র স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফ এবং যায়যায়দিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ভারপ্রাপ্ত ব্যুরোচীফ নুর উদ্দীন সাগর।
এ সময় তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দেশের তরে কাজ করার গুরুত্বারোপ করে বলেন, প্রত্যেকেই আমরা পানির আলাদা আলাদা ফোটা, কিন্তু একসাথে আমরা একটা সাগর। এবং, মনে রাখতে হবে, সবকিছুর চেয়ে নরম হওয়া সত্ত্বেও একীভূত এই পানিকে এক বিশাল পাহাড়ও প্রতিরোধ করতে পারে না। আমরা সচেতনভাবে চাইলে অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে ঐকান্তিকতার সাথে কাজ করা সম্ভব, সমাজকে আলোকিত করা এবং এগিয়ে নেয়া সম্ভব।
সভায় আরো উপস্থিত ছিলেন তরুণ শিল্পপতি ও সমাজসেবক সারতাজ ইমরান, সংবাদকর্মী সেলিম, বাবু, সুজন প্রমুখ।

Print Friendly and PDF