প্রকাশ: ১ অক্টোবর, ২০২৩ ৫:২১ : অপরাহ্ণ
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ “সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচীর আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্থ ২ জন প্রবীণ ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা হিসেবে ৫ জন এবং শ্রেষ্ঠ সন্তান সম্মাননা হিসেবে ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে রবিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার সতীহাট বাজারে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সতীহাট শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মামুনুর রশীদের সঞ্চালনায় ও পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) এর আঞ্চলিক ব্যাবস্থাপক মো. বাবলু সরদার, গণেশপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল জলিল, মোজাহার হোসেন এবং মনোয়ার হোসেন প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) এর সতীহাট শাখার শাখা ব্যাবস্থাপক মো.নুরুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা নাজমিন আরা, সমাজ উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, শিক্ষা সুপারভাইজার সাবিনা ইয়াসমিন,ওয়ার্ড সদস্য আব্দুল আলীমসহ অত্র সংস্থার বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সূধীজন সহ আমন্ত্রিত প্রবীন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।