চট্টগ্রাম, রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৩ : অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত,  কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ও মর্যাদা অনেক বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Print Friendly and PDF