চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০৬ : অপরাহ্ণ

 

ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দরের এ কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

এদিকে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দরের দুই পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, দু’দিন আমদানি-রপ্তানি বন্ধসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

 

Print Friendly and PDF