চট্টগ্রাম, মঙ্গলবার, ৭ মে ২০২৪ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই: ওবায়দুল কাদের

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪১ : অপরাহ্ণ

 

আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, যারা নির্বাচনে বাধা দিতে চায় তাদের স্যাংশন দিন। এমন কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রথম সভায় এ কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর সম্মতিতে সংবিধান অনুযায়ীই নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ নেয়ার জন্যই আওয়ামী লীগ ইশতেহার প্রণয়ন করছে। নির্বাচনে কোনো দল বা অবজার্ভার না এলে আওয়ামী লীগের কিছু করার নেই।

সাধারণ মানুষ নির্বাচনের ইশতেহার পড়ে না, তাই ঢাউস সাইজের ইশতেহার তৈরি না করে বুলেট পয়েন্টে দলের অঙ্গীকার তুলে ধরার পরামর্শও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সামনে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে ক্ষমতায় আসতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

 

 

সূত্র –যমুনা নিউজ

Print Friendly and PDF