চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যায়’

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৮ : অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যায়। এই অগ্রযাত্রা যাতে কোনভাবেই থেমে না যায়, তা নিশ্চিত করতে সকল অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে প্রবাসীদের সজাগ থাকতে আহবান জানিয়েছেন তিনি।

 

 

বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তাদের জন্ম হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলের মাধ্যমে।

প্রধানমন্ত্রী বলেন, তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে বলেই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে উল্লেখ করে শেখ হাসিনা বলেন আগামীতে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কেউ যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলে তা নিশ্চিত করা হবে।

 

Print Friendly and PDF