চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটিতে দেশ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১২ : অপরাহ্ণ

 

কাল (বৃহস্পতিবার) থেকে টানা তিনদিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি, এর পরের দুই দিন শুক্র ও শনিবার যথাক্রমে ২৯-৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি পড়েছে।

সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত ১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়।

 

 

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।

এদিকে ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছেন কক্সবাজার ও কুয়াকাটার পর্যটন ব্যবসায়ী।

 

 

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF