চট্টগ্রাম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিকরা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:৩১ : অপরাহ্ণ

 

সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় শর্তসাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।

 

 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেলে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF