চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন প্রবাসী আয় বাড়ছে না, খতিয়ে দেখার আহ্বান অর্থমন্ত্রীর

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪১ : অপরাহ্ণ

 

বর্তমান সংকটময় পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ভালো আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রবাসী আয় বাড়লে রিজার্ভসহ অর্থনীতির সংকট কেটে যাবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

 

অর্থমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি বাড়লেও সেই অনুপাতে কেন প্রবাসী বাড়ছে না, তা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লায়ে শেখ বলেন, আর্থিক খাতকে শক্তিশালী করতে প্রযুক্তি এবং উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশকে।

 

 

সূত্র – নিউজ 24 অনলাইন

Print Friendly and PDF