চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২৮ : অপরাহ্ণ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞপ্তিটি ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্ব, চাঁদাবাজি, সংঘর্ষের মতো একাধিক অভিযোগ উঠেছে নানা সময়ে। সাম্প্রতিক সময়েও একাধিকবার সংগঠনের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। সবশেষ রোববার ক্যাম্পাসের সাংবাদিক পেটানোর অভিযোগও উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এরই মধ্যে এলো কমিটি বিলুপ্তের ঘোষণা।

 

 

সূত্র –যমুনা নিউজ

Print Friendly and PDF