চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১১ : পূর্বাহ্ণ

 

দুর্নীতি ছাড়া বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিকদের সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।

সরকার প্রধান বলেন, ক্ষমতায় আসতে না পেরে দেশের কোনো উন্নয়ন হয়নি বলে সমালোচনা করছে বিএনপি। দেশের মানুষ যাতে বেকায়দায় পড়ে সেই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ সরকার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের জন্য কাজ করে যাবে।

 

 

শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে এমন লাফালাফি থাকবে। কিন্তু দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জানান, নৌকায় ভোট দেয়ার ফলে বাংলাদেশে দারিদ্রের হার কমেছে, কর্মসংস্থান বেড়েছে ও বেকারত্বের হার কমেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

 

 

সূত্র –যমুনা নিউজ

Print Friendly and PDF