চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে প্রথম চালানে ভারতে ১২ ট্রাক ইলিশ রপ্তানি।

প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৪ : অপরাহ্ণ

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭৯টি রপ্তানি কারক প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের ৪৫ দশমিক ৮  মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় ইলিশের প্রথম চালানে ১২টি ট্রাক বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
এদিকে বন্দর থেকে মাছ রপ্তানি করতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন এমি এন্টারপ্রাইজ ও গনি এন্ড সন্স নামে দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।
বেনাপোল ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মো. মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৭৯ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্যে  রপ্তানির নির্দেশনা রয়েছে। এছাড়া সরকার মৎস আহরন ও পরিবহনের ক্ষেত্রে কোনরুপ বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সাথে সাথে এ অনুমতির মেয়াদ সমাপ্ত হবে।

Print Friendly and PDF