প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৭ : পূর্বাহ্ণ
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল ভারত। শ্রীলঙ্কার দেয়া ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে সহজেই জয় ছিনিয়ে নিল রোহিত শর্মারা। এটা তাদের অষ্টম এশিয়া কাপ ট্রফি।
এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা।
খেলার শুরু থেকেই চলতে থাকে ভারতের বোলিং তাণ্ডব। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলংকার ধস শুরু হয়। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। এছাড়া ২ ওভার ২ বল করে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। বাকী একটি উইকেট পেয়েছেন জনপ্রিত বুমরাহ।
শ্রীলংকার ইনিংসে দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দু’জন। কুশাল মেন্ডিস করেছেন ১৭ রান। যা শ্রীলংকার ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। আর দুশান হেমন্ত করেছেন ১৩ রান।
৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারত। ওপেনিং জুটির দুই ব্যাটার শুভমান গিল ও ঈশান কিষাণের কাছে পাত্তাই পায়নি লঙ্কান বোলাররা।