চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় মা- শিশু ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৫ : পূর্বাহ্ণ

 

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর আয়োজনে মা- শিশু ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গণেশপুর ইউনিয়নে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ,সতীহাট শাখায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ স্বাস্থ্য ক্যাম্পে ২৬০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

 

একদিন ব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে  চিকিৎসাসেবা প্রদান করেন,নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ শিশু সার্জন ডাঃ আব্দুস সাত্তার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুজাক্কির রহমান। এসময় উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক কামাল হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মামুনুর রশিদ, সতীহাট শাখার শাখা ব্যাবস্থাপক নুরুজ্জামান, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা ডাঃ নাজমিন আক্তার এবং ডাঃ জাকিয়া সুলতানা প্রমূখ।

 

উল্লেখ্য, গ্রামীণ জনপদে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা।

 

Print Friendly and PDF