চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা আর যেন বিকৃত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৬ : পূর্বাহ্ণ

 

মুক্তিযুদ্ধের ইতিহাস জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও কেউ যেনো মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা বিকৃত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা, বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলেও শিল্পী-সাহিত্যিকরা সেটা বাঁচিয়ে রেখেছিলেন।

 

 

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর নির্বাসিত সময়ে বিচার চাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল তৎকালীন শাসকগোষ্ঠী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর আন্তর্জাতিক তদন্ত দলকে বাংলাদেশে আসতে দেয়া হয়নি। দেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল তারা। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নে কাজ করে গেছে সব সময়।

 

 

প্রধানমন্ত্রী বলেন, শিল্পকে কখনও দমানো যায় না তার প্রমাণ শাহাবুদ্দীনের চিত্রকর্ম। যে চেতনা মুছে ফেলা হয়েছিল সেটা শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা বহমান রেখেছেন বলেই রাজনীতিবিদরা গণতন্ত্র রক্ষায় সাহসী হয়।

শনিবার থেকে শুরু হতে যাওয়া এই প্রদর্শনী আগামী এক মাস জাতীয় যাদুঘরে উন্মুক্ত থাকবে সবার জন্য।

 

 

সূত্র –যমুনা নিউজ

Print Friendly and PDF