চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৬ : পূর্বাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ৬৮নং উত্তর শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবাসমূহ তুলে ধরেন। এসব সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। জেলা তথ্য অফিসের উপপরিচালক লেলিন বালা এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অদিতি বিশ্বাস, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কৃষ্ণা সূতার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ৬৮নং উত্তর শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর সাহা।

 

 

সভায় বক্তারা সরকারের অর্জিত সাফল্য এবং বিভিন্ন সেক্টরের উন্নয়নসহ ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, ৪র্থ শিল্প বিল্পব, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার রোধ, শিশুদের মোবাইলের প্রতি আসক্তিরোধ ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন নারী বান্ধব কর্মকান্ড ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের প্রসংশা করেন বক্তারা।

 

Print Friendly and PDF