চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় জমি জরিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪৯ : পূর্বাহ্ণ

 

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি জরিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। সরকার অনুমোদিত ময়নামতি সার্ভে ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক মোঃ মাসুদ আলমের আহবানে সার্ভে সিনিয়র সংগঠন ও প্রশিক্ষক মিঃ আফাজ উদ্দিন মন্ডল, সমন্বয়কারী সার্ভেয়ার ও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ক্লাসে মুসলিম ফারায়েজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। সার্ভে সিনিয়র সংগঠন ও প্রশিক্ষক মিঃ আফাজ উদ্দিন মন্ডল বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও অত্র বিদ্যালয়ে ৩/৬ মাস মেয়াদী জমি জরিপ প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আগামীকাল শনি ও রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম পূরনের মাধ্যমে যেকোন এক শাখায় ভর্তি হতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এর পরের সপ্তাহ থেকে প্রতি শনিবার ও রবিবার  ‘ক’ শাখায় সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত এবং ‘খ’ শাখায় বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত দুইদিন ক্লাস অনুষ্ঠিত হবে।  আর সেকারণে যথাসময়ে ভর্তির জন্য আহবান জানান তিনি।

Print Friendly and PDF