চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৬০ বিঘার বেশি কৃষিজমির মালিক হওয়া যাবে না

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৪ : পূর্বাহ্ণ

 

ভূমি সংস্কার আইন-২০২৩ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ বিঘা কৃষিজমির মালিক হতে পারবেন।

আজ (বুধবার) সচিবালয়ে সম্প্রতি সংসদে পাস হওয়া ভূমি বিষয়ক তিনটি আইন নিয়ে সংবাদ সম্মেলন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

 

 

তিনি জানান, উত্তরাধিকার সূত্রে কোনো ব্যক্তির অর্জিত জমি ৬০ বিঘার বেশি হলে ভূমির মালিক তার পছন্দ অনুযায়ী ৬০ বিঘা জমি রাখতে পারবেন। বাকি জমি সরকার বিধি দিয়ে নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ প্রদান করে খাস করতে পারবে।

পাশাপাশি ভূমির মালিক ব্যক্তিগত উদ্যোগেও জমি বিক্রি করতে পারবে। আবার কোনো কোম্পানি অনুমতি নিয়ে ৫০০ থেকে ১০০০ বিঘা জমি রাখতে পারবে। এছাড়া ভূমি জালিয়াতির মামলার বিচার ১৮০ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধানও আইনে রাখা হয়েছেবলে জানান ভূমিমন্ত্রী।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF