চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলুর কেজি কোনোভাবেই ৩৫ টাকার বেশি হওয়া উচিত নয়: ভোক্তার মহাপরিচালক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০০ : অপরাহ্ণ

 

কৃষকের উৎপাদন খরচ, কোল্ডস্টোরেজ ভাড়া, পরিবহন ব্যয়; সবকিছু মিলিয়ে আলুর কেজি কোনোভাবেই ৩৫ টাকার বেশি হওয়া উচিত নয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে আলুর মূল্য স্বাভাবিক রাখতে ভোক্তা অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

 

এ সময় দাম নিয়ন্ত্রণে আগামীকাল থেকে কোল্ড স্টোরেজসহ পাইকারি ও খুচরা বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করার হুঁশিয়ারিও দেন এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় কৃষি বিপণন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ২০২২-২৩ অর্থবছরে ৪ লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে ১ কোটি ৪ লাখ ৩১ হাজার ৭০০ টন।

 

 

কর্মকর্তারা বলেন, কোল্টস্টোরেজে এখনো আলুর মজুত আছে ২৪ লাখ ৯২ হাজার টন। সুতরাং আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। তাদের সাথে একমত পোষণ করে ট্যারিফ কমিশনও।

তবে, কোল্ডস্টোরেজ মালিকরা বলছে, আলুর উৎপাদন নিয়ে সরকারের নানা দপ্তরের দেওয়া তথ্য সঠিক নয়।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF