চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই হাজারের বেশি প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করলো বাংলাদেশ হাইকমিশন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩১ : পূর্বাহ্ণ

 

বিশেষ ব্যবস্থাপনায় দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। পূর্বঘোষণা অনুযায়ী শনি ও রোববার রাজধানী কুয়ালালামপুরে হয় এ আয়োজন।

কর্তৃপক্ষ জানায়, এ দুইদিন সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ২০৪১ জনকে পাসপোর্ট প্রদান করা হয়। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমেও প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার পাসপোর্ট বিতরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

 

 

মূলত মালয়েশিয়ায় চলমান বিদেশিদের বৈধকরণের আওতায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দিতেই এ উদ্যোগ নিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ। এছাড়া, ডিজিটালাইজেশনের মাধ্যমে পাসপোর্ট সেবার মান বাড়াতে কুয়ালালামপুরে নতুন করে আরও পাসপোর্ট সেবাকেন্দ্র চালু করা হয়েছে। জালান আমপাং এলাকায় নতুন সেবাকেন্দ্রে এরই মধ্যে শুরু হয়েছে কার্যক্রম।

গত ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

 

 

সূত্র –যমুনা নিউজ

Print Friendly and PDF