চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ : রিজার্ভ ডে’তেও বৃষ্টি, জানা গেল খেলা শুরুর শেষ সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৬ : অপরাহ্ণ

 

চলতি এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে গড়িয়েছে রিজার্ভ ডে’তে। গতকাল বৃষ্টির কারণে অসম্পূর্ণ থাকা ম্যাচ সোমবারও (১১ সেপ্টেম্বর) সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে জেগেছে সংশয়। কারণ, বৃষ্টির কারণে এখনও মাঠ রয়েছে খেলার অনুপযুক্ত।

মাঠে ভেজা থাকায় খেলা শুরু করতে বিলম্ব হচ্ছে। আবার কলম্বোয় যেভাবে বৃষ্টি আসছে, তাতে আদৌ খেলা শুরু করা যাবে কি না তাতেও সন্দেহ রয়েছে।

হাইভোল্টেজ এই ম্যাচ শেষ করার জন্য আজকের মধ্যে নূন্যতম ২০ ওভার খেলা মাঠে গড়াতে হবে। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত যদি ম্যাচ ২০ ওভারেরই হয় সেক্ষেত্রে পাকিস্তান সরাসরি ব্যাটিংয়ে নামবে। ডিএল মেথডে বাবর-রিজওয়ানডে টার্গেট দাঁড়াবে ১৮১।

জানা গেছে, নূন্যতম ২০ ওভারের খেলা শুরু করার শেষ সময় বাংলাদেশ সময় রাত ১১টা ৬ মিনিট। অর্থাৎ, এই সময়ের মধ্যে খেলা শুরু না হলে গ্রুপ পর্বের ম্যাচের ন্যায় সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হবে।

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF