প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৩১ : অপরাহ্ণ
এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের লড়াইয়ে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। আজও বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই রোহিত শর্মার দল ব্যাট করবে।
পাকিস্তান একাদশ : বাবর আজম, শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।