চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৪ : পূর্বাহ্ণ

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা লাকী ইনাম, সংগঠনের উপদেষ্টা ও একুশে পদক প্রাপ্ত শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল, তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, সংগঠনের উপদেষ্টা জহীর কাজী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পরিচালক মহীউদ্দিন মানু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Print Friendly and PDF