চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়া যুবলীগের সম্মেলনে প্রচার প্রচারনায় এগিয়ে তৌহিদুল ইসলাম চৌধুরী

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪০ : অপরাহ্ণ

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি : আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নিজেকে প্রার্থী ঘোষণা করে দলীয় নেতা কর্মি ও রাঙ্গুনিয়া যুবলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে রাঙ্গুনিয়ার প্রবেশধার হতে শুরু করে প্রত্যেকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় নেতা কর্মিরা তৌহিদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই লিখে বিশাল বিশাল ব্যানারের টাঙ্গিয়ে নেতা কর্মিদের মনোযোগ আকর্ষণ করছে।
তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি শোনে আমার বন্ধু, বান্ধব, শুভকাঙ্কি, রাজনীতিক সহযোদ্ধারা আমার জন্য শুভ কামনা জনিয়ে এই ব্যানারগুলো তারা টাঙ্গিয়েছে, যারা আমার জন্য এতো কষ্ট করে পোষ্টার ব্যানার করে আমাকে উৎসাহ যোগাচ্ছে আমি তাঁদের উৎসাহ কে সফল করার জন্য নাঠে নামতে প্রস্তুত, এ জন্য প্রিয় অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি ও দলীয় নেতা কর্মিদের নিকট দোয়া ও সহযোগিতা দরকার।
তৌহিদুল ইসলাম চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির আনোয়ার চৌধুরীর ২য় সন্তান, তিনি ইউনিয়ন হতে শুরু করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের রাজনীতি করেছে, সদ্য বিদায়ী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা বিষয়কের দায়িত্ব পালন করেছে, তিনি বঙ্গবন্ধু আর্দশকে ভালোবেসে আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে যে সকল পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন।
২০০৩ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৫সালে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য, সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের তথ্য ও গবের্ষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন আমি রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের সুখে দূঃখে মানুষের পাশে ছিলাম, তারা বলেন আপনি দল ও দলীয় নেতা কর্মিদের জন্য কাজ করেছেন সামনেও করে যেতে হবে, তাই আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে হবে, দলীয় নেতা কর্মি ও সাধারণ জনতার উৎসাহ ও অনুপ্রেরণায় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছি, আমি রাজপথে দলের দুঃসময়ে সুসময়ে জীবন বাজি রেখে মাঠে ছিলাম, কখনো একদিনের জন্যও রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি, যাবোও না, মরলে রাজ পথেই মরবো, বেইমানি করবো না, এটা শতভাগ কথা দিতে পারি দল ও দলীয় নেতা কর্মিদের প্রতি।

Print Friendly and PDF