চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় এক কেজি তিন’শ গ্রাম গাঁজাসহ আটক দম্পতি

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩৭ : পূর্বাহ্ণ

 

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক কেজি তিন’শ গ্রাম গাঁজাসহ কাঞ্চন সরকার ও তার স্ত্রী আরতি সরকারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাটকৈর বাজার এলাকা থেকে তাদের দুজনকে গাঁজাসহ আটক করা হয়।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক স্যারের নির্দেশনায় মান্দা থানার পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় এক কেজি তিন’শ গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

Print Friendly and PDF